নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও এসএসসি পরীক্ষায় বসতে পারল না ৫০ জনের বেশী পরীক্ষার্থী৷ তাদের এই অবস্থার জন্য রাজধানী আগরতলা শহরের ওইমেন্স কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে৷ শুধু তাই নায় অমানবিকতার পরিচয় বহন করেছে বলেও অভিযোগ উঠেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে৷ এনিয়ে রবিবার কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শনও করেছে পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীরা৷
সংবাদে প্রকাশ, রবিবার ছিল এসএসসির পরীক্ষা৷ বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন তথা এসএসসি এই পরীক্ষার আয়োজন করেছিল৷ পূর্ব ঘোষিত সূচী এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীরা ওইমেন্স কলেজে আসেন৷ এডমিট কার্ডে উল্লেখ ছিল সকালে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত রিপোর্টিংয়ের সময়৷ বহু পরীক্ষার্থী এদিন নয়টা নাগাদ কলেজে পৌঁছেন৷ সেখানে তখন বোর্ডের মধ্যে লাগানো ছিল রোল নম্বর অনুযায়ী কক্ষের নাম৷ এই বোর্ড ছাড়া আর কোনও কর্মীকে সেখানে দেখা যায়নি৷ দূর দূরান্ত থেকে অনেক পরীক্ষার্থী এদিন আসেন৷ দীর্ঘ সময় অপেক্ষা করার পর কর্মকর্তারা আসেন৷ তারপর সেখানে উপস্থিত পরীক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়৷ তখনও পরীক্ষা শুরু হয়নি৷ হলের ভেতরে প্রবেশ করার আরও প্রায় ত্রিশ মিনিট পর পরীক্ষা শুরু হওয়ার কথা৷ এদিকে, সাড়ে নয়টার পর দশ মিনিট বিলম্বে প্রায় পঞ্চাশজন পরীক্ষার্থী হলের দরজায় পৌঁছে৷ কিন্তু, তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি৷ যদিও তখনও পরীক্ষা শুরু হয়নি৷ দশ মিনিট বিলম্বে পৌঁছা পরীক্ষার্থীরা বহুবার অনুরোধ করেছে তাদের হলে প্রবেশ করার জন্য এবং পরীক্ষায় বসতে দেওয়ার জন্য৷ কিন্তু, অবাক করার বিষয় হল তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে যায়৷ বাইরে দাঁড়িয়ে পরীক্ষা বঞ্চিতরা বিক্ষোভ দেখাতে থাকেন৷ পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে৷ কলেজ কর্তৃপক্ষের এই অমানবিক কাজে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে কর্মপ্রার্থী পরীক্ষার্থীদের মধ্যে৷
2017-05-15
