সর্বানন্দকে রাজপাটে বসিয়ে অসমবাসীর কপালে নিরানন্দ এনেছেন মোদি : সাবেক মুখ্যমন্ত্রী

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ১১ জানুয়ারি, (হি.স.) : ‘সর্বানন্দ’কে রাজপাটে বসালে অসমের সর্বত্র ‘আনন্দের ধারা বইবে’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক-নির্বাচনীকে অসার বলে কটাক্ষ করেছেন কাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কইনাধরায় সরকারি আবাসে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি জোট সরকারের তুলোধোনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি-র ১০০ দিনের কৰ্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মোদির দাবি অনুযায়ী অসমে কোথায় আনন্দ বইছে, যে দিকে তাকানো যায়, সেদিকেই তো নিরানন্দ। রাজ্যের মানুষের দুঃখ-কষ্ট বহু গুণে বেড়েছে বলে মনে করে বক্তব্য পেশ করেন সাবেক মুখ্যমন্ত্রী গগৈ।
গগৈয়ের প্রশ্ন, ‘আমাদের আমলে রিজাৰ্ভ ব্যাংকে কত টাকা ছিল, আর আজ তাতে কত টাকা আছে তা যাচাই করে দেখা দরকার।’ আমাদের কার্যকালে দেশের অর্থনৈতিক স্থিতি সবল ছিল। কিন্তু বর্তমান মোদি সরকার তা তছনছ করে দিয়েছে। তাছাড়া ‘ঠিকাদাররা তাঁদের বকেয়া পাচ্ছেন না। কেন কার জন্য?’ প্রশ্ন তরুণবাবুর। খেদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের কার্যকালে প্রচলিত বহু প্রকল্প এরা বাতিল করে দিয়েছে। পঞ্চায়তে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।’ আরও বলেন, ‘জাতি-মাটি রক্ষার কথা বলে তারা, অথচ এই সরকারই আজ জাতি ও মাটি ধ্বংস করতে চলেছে। জাতি-জনগোষ্ঠীকে বঞ্চনা করছে।’ কেবল তা-ই নয়, ‘বাংলাদেশিদের পুনর্বাসন দিয়ে অসমিয়া জাতির কপালে দুর্ভোগ আনতে বিজেপি ষড়যন্ত্ৰ করছে’ বলেও তিনি তাঁর বক্তব্যে টেনে আনেন।