নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ দক্ষতা বিকাশের প্রশ্ণে যখন গোটা রাজ্য তোলপাড় তখন যাদের উপর এই দায়িত্ব

বর্তানো হবে তাদের দিকে নজর রাখার তাগিদ দেখা দিয়েছে৷ শুক্রবার আগরতলায় দক্ষতা বিকাশ নিয়ে আয়োজিত এক কর্মশালায় বিভিন্ন বক্তারা একদিকে অকপটে স্বীকার করে নেন রাজ্যে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, তেমনই যাদের উপর দক্ষতা বিকাশের দায়িত্ব দেওয়া হবে তাদের দিকেও নজরদারি বাড়াতে হবে বলে মত প্রকাশ করেন৷ মূলত, সঠিক প্রশিক্ষক না মিললে দক্ষতা বিকাশ সম্ভব নয়, সে বিষয়টির গুরুত্ব অনুভব করতে পেরেই আজ দায়িত্বশীল এজেন্সির প্রতি নজরদারির তাগিদ বাড়ছে বলে মনে করা হচ্ছে৷ এদিন এই কর্মশালায় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, মুখ্যসচিব যশপাল সিং এবং প্রাক্তন মুখ্যসচিব তথা দক্ষতা বিকাশ মিশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এস কে পান্ডা বক্তব্য রাখতে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দক্ষতা বিকাশের প্রশ্ণে দায়িত্বশীল এজেন্সির প্রতি নজর দেওয়ার উপর জোর দিয়েছেন৷
তবে, রাজ্যে দক্ষ শ্রমিকের অভাব কবে নাগাদ পূরণ হবে সে প্রশ্ণ চিহ্ণ থেকেই যাচ্ছে৷ নির্মাণ কাজ সহ বিভিন্ন কারিগরি ক্ষেত্রে বর্হিরাজ্য থেকে শ্রমিকদের গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এদিন শিল্প বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্মাণ কাজ সহ বিভিন্ন কারিগরি ক্ষেত্রে রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা ইত্যাদি রাজ্যের শ্রমিকদের উপর নির্ভরশীল৷ রাজ্যে এসব কাজের শ্রমিক নেই এমনটা নয়, তা সত্ত্বেও দক্ষতার সাথে কর্মসম্পাদনে রাজ্যের শ্রমিকদের যথেষ্ট ঘাটতি রয়েছে সে কথা অনস্বীকার্য৷ কারিগরি দক্ষতায় নিম্নমান এর পেছনে যে মুখ্য কারণ সে কথাও আজ তিনি উল্লেখ করেছেন৷
এদিকে, দক্ষতা বিকাশের প্রশ্ণে চিন্তাধারার পরিবর্তনেরও আওয়াজ উঠেছে৷ মুখ্যসচিব যশপাল সিং এদিন স্পষ্ট বলেন, রাজ্য প্রশাসনে কিছু কিছু দপ্তরে কর্মীদের দক্ষতা বিকাশের প্রশ্ণে চিন্তাধারার যথেষ্ট ঘাটতি রয়েছে৷ ফলে, দক্ষতা বিকাশ প্রয়োজন অনুসারে হচ্ছে না৷ আর এই কারণেই রাজ্য দক্ষ শ্রমিকদের জন্য বর্হিরাজ্যের ওপর নির্ভরশীল থাকছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ প্রকৃত অর্থে বেকার সমস্যায় আজ মূল কারণ দক্ষতার অভাব সেই কথাও তিনি অকপটে উল্লেখ করেছেন৷ মুখ্যসচিব বলেন, কাজের কোন অভাব নেই৷ কিন্তু প্রকৃত অর্থে দক্ষ লোকের ভীষণ অভাব রয়েছে৷ একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার সাথে পাল্লা দিতে গিয়ে সর্বত্রই আধুনিক প্রযুক্তি আলাদা স্থান করে নিয়েছে৷ তাতে, যেমন কাজ সহজ হয়েছে, তেমনি বেড়েছে কর্ম সংস্থানও৷ রেগা প্রকল্পে এখন সবকিছুই অনলাইনে করতে হচ্ছে৷ তাতে করে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কিন্তু বিভিন্ন ব্লকে দেখা যাচ্ছে, দক্ষ ডাটা এন্ট্রি অপারেটারের যথেষ্ট অভাব রয়েছে৷ যার কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়ে উঠছে না৷ তিনি আরো বলেন, এনআইটি থেকে পাশ করে রাজ্যের বহু যুবক বর্হিরাজ্যের এমনকি বিদেশেও বড় বড় কোম্পানিতে কাজ করছেন৷ তাতে একটা বিষয় স্পষ্ট, যাদের দক্ষতা রয়েছে তাদের কাজের জন্য বসে থাকতে হচ্ছে না৷ মুখ্যসচিবের এই বক্তব্যে অনেকটাই স্পষ্ট, পঁুথিগত বিদ্যার বাইরে দক্ষতা যারা অর্জন করতে সক্ষম হয়েছে বেকারের তালিকায় তাদের নাম থাকবে না৷ ফলে, দক্ষতা বিকাশের প্রশ্ণে এদিন মুখ্যসচিব শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এবং দক্ষতা বিকাশ দপ্তরের অধিকর্তাকে এজেন্সিগুলির সঠিকভাবে বাছাই করার জন্য নির্দেশ দিয়েছেন৷
এদিকে, প্রাক্তন মুখ্যসচিব তথা দক্ষতা বিকাশ মিশনের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান এস কে পান্ডা বলেন, সময়ের পরিবর্তনের সাথে মানুষের দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে৷ ফলে, একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দক্ষতা বিকাশে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

