নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ মে ৷৷ বিকল্প জাতীয় সড়ক দিয়ে বাইক পাচারকালে বাইক পুলিশের জালে৷ পাচারকারী
পলাতক৷ ঘটনার বিবরণে প্রকাশ আজ সন্ধ্যা ৭৩০ মিনিট নাগাদ অসম ত্রিপুরা সীমান্ত প্রেমতলা বাজারের স্থানীয় কিছু লোক নতুন চারটি বাইক অসম থেকে ত্রিপুরায় প্রবেশের সময় পিছু করে৷ তিনটি বাইক নিয়ে চোরাকারবারীরা গা ডাক দিলেও একটি বাইক ফেলে চালক পালিয়ে যায়৷ স্থানীয় লোক বাইকটিকে প্রেমতলা বাজারে এনে চুড়াইবাড়ি থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে এসে চুড়াইবাড়ি বিক্রয়কর দপ্তরকে খবর দিলে বিক্রয়কর দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সুজুকি মোটর বাইকটি নিয়ে যায়৷ এদিকে চুড়াইবাড়ি থানার এসআই বিপ্লব দেববর্মা জানান বিকল্প সড়ক দিয়ে এর আগেও কর ফাঁকি দিয়ে নতুন বাইক শিলচর থেকে আগরতলার বুক চিড়ে বাংলাদেশে পাচারের ফলে পুলিশের জালে ধরা পড়েছে৷ তবে বাইক পাচার চক্রে ত্রিপুরা ও অসমের চোরা ব্যবসায়ী রয়েছে৷ যারা প্রতিনিয়ত অসমের বিভিন্ন প্রান্ত থেকে নতুন বাইক এনে ত্রিপুরার হয়ে বাংলাদেশের পাচার করে উনি আরো জানান জব্দকৃত বাইকটির মূল্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের কাছাকাছি৷ পুলিশের এধরনের অভিযান জারি থাকবে বলেও জানান এসআই বিপ্লব দেববর্মা৷ অপরদিকে অসম ত্রিপুরা সীমান্ত প্রেমতলা বাজারের তীব্র আতঙ্ক বিরাজ করছে৷
2016-05-03

