জয়পুর সীমান্তে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার নেই

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়পুর সীমান্তে বিএসএফ জওয়ানরা উদ্ধার করেছে চুরি যাওয়া একটি বাইক৷ বাইকটির নম্বর টিআর-০১-এস-৬৪০৮৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে শহরের জয়নগর এলাকা থেকে বাইকটি চুরি হয়েছিল৷ বাইকের মালিক এই ব্যাপারে বটতলা ফাঁড়িতে একটি এফআইআর করেছিলেন৷ এই এফআইআর নেওয়ার পরপরই ফাঁড়ির ওসি মুক্তা ঘোষ চুরি যাওয়া বাইকটি উদ্ধারের জন্য তৎপরতা চালান৷ এদিকে, বুধবার জয়পুর সীমান্ত এলাকার জনগণ পুলিশকে খবর দেয় যে সেখানে একটি বাইক পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেন ফাঁড়ির ওসি মুক্ত ঘোষ৷ সেখানে বিএসএফ জওয়ানরা বাইকটি উদ্ধার করে রাখে৷ পরে বাইকের মালিকের সাথে যোগাযোগ করে পুলিশ৷ মালিক বাইকটি সনাক্ত করেছেন৷ এদিকে, জয়পুর সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জানান, বাইক চুরি করে সীমান্তের ওপারে পাচার করার একটি চক্র রাজধানী আগরতলা শহরে সক্রিয় রয়েছে৷ এই খবর জওয়ানদের কাছে রয়েছে৷ তাই ঐ এলাকায় সীমান্তে বিএসএফ জওয়ানরা কঠোর নজরদারী চালিয়ে যাচ্ছে নিয়মিত৷ মঙ্গলবার রাতে পাচার করতে ব্যর্থ হয়ে চোরের বাইকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে বিএসএফের তৎপরতায়৷