নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): প্রবল অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল সরকার| বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লির পুরকর্মীরা| সম্প্রতি খিচড়িপুরে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অস্থায়ী দফতরের বাইরে জঞ্জাল ফেলে বিক্ষোভ দেখান পূর্ব দিল্লির পুরকর্মীরা| আর শনিবার দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েলের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন পুরকর্মীরা|
বাজেটে ঘাটতির কারণে দিল্লির নর্থ কর্পোরেশনের কর্মীদের এখনও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দিতে পারেনি দিল্লি সরকার| ওই দুই মাসে বেতন পেয়েছেন শুধুমাত্র সাফাইকর্মীরা| প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন বিক্ষুব্ধ কর্মীরা| এদিকে, পুর কর্মীদের কর্মবিরতির জেরে আবর্জনায় ভরে উঠছে রাজধানীর রাস্তা-ঘাট|
2016-01-30

