প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক পূর্বোত্তরের জঙ্গীদের

terroristtriনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছে পূর্বোত্তরের রাজগুলির জঙ্গী সংগঠনগুলি৷ মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত সমস্ত সরকারী অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে জঙ্গীরা৷ প্রতি বছর প্রজাতন্ত্র দিবস বয়কটের টাক দিলেও সরকারীভাবে সমস্ত কর্মসূচী যথারীতি চালু থাকে৷ তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷ এবারেও আরক্ষা প্রশাসনের তরফ থেকে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি সীমান্ত এলাকায়ও নজরাদারী চালানো হচ্ছে৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও প্রতিটি রাজ্যকে সতর্কতা অবলম্বম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কাছে খবর রয়েছে জঙ্গীরা দেশের বড় ধরনের হামলা চালাতে পারে৷