তিন জেলায় কংগ্রেস বন্ধ ডাকল ১৮ই

PCCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ আগামী১৮ জানুয়ারী ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলা বন্ধের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ মূলতঃ কুড়ি দফা দাবির ভিত্তিতে এই বন্ধ আহ্বান করা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ শ্রী সিনহা স্পষ্ট করে দেন তিন জেলার কংগ্রেসের জেলা সভাপতিদের সাথে আলোচনার মাধ্যমেই রাজ্য সরকারের বিরুদ্ধে তথা বিভিন্ন দাবি আদায়ে এই বন্ধের আহ্বান করা হয়েছে৷ এদিন তিনি জানান এই বন্ধের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে৷