নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ জুন৷৷ দায়িত্ব পালন করতেগিয়ে জনরোষে পরতেহচ্ছে সরকারী আধিকারিকদের৷ সারা বিশ্বজুরে চলছে করোনা ভাইরাসের মহামারি৷ এই মহামারি থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষথেকে কিছু নির্দেশিকা জারী করাহয়েছে৷ রাজ্যসরকারের এইসকল নির্দেশিকাকে সফল করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে আরক্ষা দপ্তর ও মহকুমা প্রসাশনের লোকজনেরা৷
রাজ্য সরকারের নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনকরছে প্রসাশন৷ এই পদক্ষেপ গ্রহন করতেগিয়ে অসচেতন লোকজনের দ্বারা হেনস্থার শিকার হতেহচ্ছে প্রসাশনের লোকজনদের এমনটাই অভিযোগ উঠে আসলো৷ বুধবার শান্তির বাজার বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে মাক্স বিরোধী আভিযানে নামলো শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সপ্তপর্নী মজুমদার সহ আরক্ষা দপ্তরের কর্মীরা৷
এরইমধ্যে দেখাযায় বাজারে আগত যে সকল লোকজন মাক্স পরিধান করছেনা ও যে সকল লোকজন সামাজিক দুরত্ব ছাড়া যানবাহনে চলাচল করছে তাদেরকে চিহ্ণিত করে ফাইন করছে প্রশাসনের লোকজনেরা৷ সরকারি বিধিনিষেধ অমান্য করে শান্তির বাজারে প্রায় কয়টি যানবাহনে যাত্রী নিয়ে চলাচল করছে যান চালকরা৷ আজকে ফাইনের চিত্রের মধ্যে দেখাগেলো যাত্রুবাহী বাসে এক অসেচন ব্যক্তিকে ফাইন করতেগেলে ডি সি এম সপ্তপর্নী মজুমদারকে গালী গালাজ শুরু করে ঐ ব্যক্তি৷ এইনিয়ে ডি সি এম সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনাদের অসুবিধার কথা সংবাদমাধ্যেমের সামনে তুলে ধরেন৷ তিনি জানান বিভিন্ন প্রতিকুলতার মধ্যে লোকজনদের রক্ষনার্থে উনারা কাজ করেযাচ্ছেন৷

