কলকাতা,৭ জুন (হি. স.): করোনা হানা কিছুতেই যেন পিছু ছাড়ছেনা শহরবাসীর । গত বছর থেকে দেশ তথা রাজ্য জুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য এই ভাইরাস । ইতিমধ্যেই করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্যে চলছে লকডাউন । তবে,বর্তমানের কঠিন পরিস্থিতির দিকে তাকিয়ে সাধারন মানুষের সেবায়রত কলকাতা পুলিশ । সোমবার সপ্তাহের শুরুর দিনেই শহরের বিভিন্ন প্রান্তে অসহায় দুঃস্থ মানুষদের খাদ্যবিলি করে সাহায্য কলকাতা পুলিশের ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন জানান দিচ্ছে গত কয়েকদিন ধরে করোনা হানা কিছুটা হলেও কমেছে রাজ্য জুড়ে । করোনা হানা কমলেও আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যজুড়ে চলবে লকডাউন । যার জেরে বর্তমানে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস, মেট্রো পরিষেবা । ফলে অনেকেরই রুটিরুজিতে পরছে টান । চরম সমস্যায় পরতে হচ্ছে দিন আনে দিন খায় মানুষ গুলোকে । তবে, এই পরিস্থিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ । বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়ানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে । সোমবার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা থেকে হেয়ার স্ট্রিট থানা এলাকা শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে কলকাতা পুলিশের তরফে খাদ্য বিলি করা হয় অসহায় দুস্থ মানুষদের ।
2021-06-07

