রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ রাজ্যে করোনা-র সংক্রমণ বেড়েই চলেছে৷ বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা অনেকটাই বাড়িয়েছে৷ তবে, দৈনিক সুস্থতার হার বৃদ্ধিতে কিছুটা স্বস্তি মিলেছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৯,৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬৬৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার সামান্য কমে হয়েছে ৬.৮৮ শতাংশ৷ এদিকে, ফের ৬ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ১,০৬৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ এক্ষেত্রে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৩৩০ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৬,৯২৯ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ১,১১৮ এবং যা পিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮,৫৭০ জনকে নিয়ে মোট ৯,৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ৬০ জন এবং যাাপিড অ্যান্টিজেনে ৬০৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৬৬৭ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ কারণ দৈনিক সুস্থতার সংখ্যা কিছুটা বেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় ১,০৬৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৬,৯২৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪৭,৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪০,৪৯৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.৩৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৪.৫৪ শতাংশ৷ এদিকে মৃত্যুর হার ০.৯৯ শতাংশ৷ নতুন করে ৬ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৭৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনেএ আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৩০ জন, দক্ষিণ জেলায় ৮৮ জন, গোমতি জেলায় ৩৯ জন, ধলাই জেলায় ৪০ জন, সিপাহিজলা জেলায় ৫৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩২ জন, উনকোটি জেলায় ৪৯ জন এবং খোয়াই জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *