আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.)৷৷ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ শতকের খুবই কাছাকাছি গিয়ে থেমেছে সংক্রমণ৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ জন৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনার তান্ডবকে মনে করে দিয়েছে৷ অবশ্য, এবছর অতিমারির প্রভাব অনেক আগেই আছড়ে পড়েছে৷ গত বছর এমন সময়ে করোনার প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি৷ তবে, গত ২৪ ঘন্টায় ৪৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭১৯৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৮৮২ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ২৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৩০ জন এবং রেপিড এন্টিজেন-এ ৬৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৯৮ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷
তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৪৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭১৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৪৬২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৪৫৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৬.৭৮ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১৩ শতাংশ৷