23/04/2021
মুম্বই, ২১ এপ্রিল (হি. স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অমিত মিস্ত্রীর। শুক্রবার সকালে তাঁর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকে।
তাঁর ম্যানেজার জানিয়েছেন, অভিনেতা ঠিকই ছিলেন। কোনও শারীরিক অসুস্থতা ছিলনা তাঁর। এদিন সকালের জলখাবার খাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেখানে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। অভিনেতা বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন।