BRAKING NEWS

করোনায় ত্রস্ত ভারত, কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): করোনার বাড়বাড়ন্তে ত্রস্ত সমগ্র ভারত। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, পঞ্জাব ও দিল্লির করোনা পরিস্থিতি। কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরল, ছত্তিশগড়-সহ অন্যান্য রাজ্যও পিছিয়ে নেই। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অক্সিজেন সঙ্কট আরও বেশি চিন্তা বাড়িয়েছে। এমতাবস্থায় শুক্রবার করোনা-প্রভাবিত দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরল-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভার্চুয়াল এই বৈঠকে দিল্লিতে অক্সিজেনের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, “দিল্লিতে অক্সিজেনের ভীষণ অভাব রয়েছে। অক্সিজেন প্ল্যান্ট না-থাকার কারণে কী দিল্লির জনগণ অক্সিজেন পাবেন না? দিল্লির উদ্দেশে নির্ধারিত কোনও অক্সিজেন ট্যাঙ্কার অন্য রাজ্যে আটকে দেওয়া হলে, আমরা কেন্দ্রের কার সঙ্গে কথা বলব, তা দয়া করে জানিয়ে দিন।” টিকার সমান মূল্য নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দেশে অক্সিজেন প্রস্তুতকারীদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *