পাচার বাণিজ্যকে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড মধপুরে, দিনভর উত্তেজনা, মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ চার পাচারকারীর হাতে গুরুতর আক্রান্ত এক যুবক৷ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে৷ ঘটনা কমলাসাগর বিধানসভা এলাকার কইয়াডেপার তালতলা এলাকায়৷ আক্রান্ত যুবকের নাম ফারুক হোসেন৷ বাবার নাম তনু মিঞা৷ ঘটনার বিবরণে জানা যায় ভারত বাংলা সীমান্ত তারকাটা বেড়র্া পাশে কইয়াডেপা তালতলা এলাকায় ফারুক হোসের্নে বাড়ি৷


রবিবার ওই এলাকার কয়েকজন পাচারকারী আচমকা ফারুকের বাড়িতে এসে অকারণে গালমন্দ করতে শুরু করে৷এমন সময় ফারুক হোসেন গালমন্দের কারণ জানতে চাইলে কিছু বুঝে উঠতে না পারার পূর্বেই তাকে মারধর শুরু করে এবং বলতে থাকে পাচারকারীদের দুনম্বরী মাল যাহা বাংলাদেশে পাচার করা হয় তা নাকি বিএসএফ দিয়ে ধরিয়ে দিয়েছে৷ সেই সন্দেহে তাকে বেধড়ক মারধর শুরু করে৷ কিল-ঘুষি-লাথি ধারালো অস্ত্র দিয়ে তাকে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে৷ এমন সময় ফারুকের বোন এগিয়ে আসলে তার উপর আক্রমণ চালায় চারজন পাচারকারী৷


পরে ফারুক এবং তার বোনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে ফারুক হোসেনকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ তার চিকিৎসার পর তার পরিবারের পক্ষ থেকে ৪ পাচারকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়৷ অভিযুক্তরা হল রানা মিয়া, বাবার নাম রেনু মিয়া,সুমন মিয়া বাবার নাম সুরোজ মিয়া, রুবেল মিয়া বাবার নাম রুস্তম আলম এবং আব্দুর রশিদ বাবার নাম জলফু মিয়া৷


জানা যায় অভিযুক্ত চারজন ওই এলাকার কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিত কাটা তারের বেড়ার উপর দিয়ে কখনো গাজা কখনো ইয়াবা ট্যাবলেট পাচার করে থাকে৷তাছাড়া কাঁটাতারের বেড়া কেটে গবাদিপশু পাচার করে৷ তাদের সম্পর্কে বিশালগড় এবং মধুপুর থানায় বিভিন্ন ধারায় মামলা রয়েছে৷এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ কী ভূমিকা নেয় সেই চারজন পাচারকারী বিরুদ্ধে৷উল্লেখ্য মধুপুর থানা এলাকার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচার করা হয়ে থাকে৷ পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ এবং বিএসএফ কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না৷


পুলিশ এবং বিএসএফকে ম্যানেজ করেই পাচারকারীরা এ ধরনের অবৈধ কার্যকলাপ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে বলে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের অভিযোগ৷পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের ওপর নানা অজুহাতে অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ৷ সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷অবিলম্বে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *