নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রানির বাজার এবং এডি নগরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন কোন না কোন স্থানে প্রথম দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চলেছে৷ শনিবার রানীর বাজারে পথদুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় মৃত শিক্ষকের নাম নারায়ন দেবনাথ৷ ঘটনাটি ঘটেছে রানীর বাজার স্ট্যান্ড সংলগ্ণ এলাকায়৷
মৃত শিক্ষকের বাড়ি ওই এলাকাতেই৷ জানা যায় তিনি বাইসাইকেল দিয়ে বের হয়েছিলেন৷ একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়৷ বাইসাইকেল দিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন দেবনাথ৷ স্থানীয় মানুষজন গাড়িটি আটক করেন৷ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে গাড়িটি৷ এদিকে দুর্ঘটনাস্থল থেকে নারায়ন দেবনাথের দেহ জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷এদিকে শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এ ডি নগরে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন অটোচালক৷ তার নাম পল্লব ব্যানার্জি৷ বাড়ি কাঠালতলী এলাকায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷