নয়ডা, ১১ এপ্রিল (হি.স.) : রবিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের সেক্টর ৬৩ বহলোলপুর গ্রামের কাছে এক বস্তিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বস্তিতে হাজারেরও বেশি দরিদ্র মানুষ বসবাস করেন।
এরা এখানে প্লাস্টিক জাতীয় জিনিস মজুত করে বিক্রির করে জীবিকা নির্বাহ করত। এদিন দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এবং গাজিয়াবাদ থেকে দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের জেরে ধ্বংসাবশেষ থেকে দুদিন শিশুর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একাধিক মানুষ জখম হয়েছেন যাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।