মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : মুম্বইয়ে এন্টিলিয়া কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত রবিবার মুম্বই পুলিশের সাসপেন্ডেড পুলিশ আধিকারিক শচীন ওয়াজ এবং তার সহকর্মী তথা প্রাক্তন ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট আধিকারিক রিয়াজ কাজিকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল। এদিন এনআইএ-র আইনজীবী ধৃত দুজনের দশদিনের হেফাজতের আবেদন জানান। কিন্তু আদালত তাদের পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেন।
এন্টিলিয়া কাণ্ডে নথি-তথ্য নষ্ট করা এবং ষড়যন্ত্রে থাকার অভিযোগে শনিবার রাতে এনআইএ-র তদন্তকারী দল রিয়াজ কাজিকে গ্রেফতার করে। এনআইএ-র জনৈক আধিকারিক জানান, শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মানসুখ হিরনের হত্যাকাণ্ডে সম্পর্কে তার যোগাযোগের ব্যাপার উঠে আসে। এরপর তাকে গ্রেফতার করা হয়। এদিন ধৃত শচীন ওয়াজের সঙ্গে রিয়াজও আদালতে পেশ করা হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে এবার দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।