এডিসি ভোট : ইস্তাহারপ্রকাশ করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ সিপিআইএম এবং বিজেপি অপশাসনের পিছিয়ে গেছে জনজাতিরা৷ স্বশাসিত জেলা পরিষদ উন্নয়নের স্বার্থে সিপিআইএম এবং বিজেপি কেউ কাজ করছে না৷ তাই এ ডি সি উন্নয়নের স্বার্থে ভোট চাইছে প্রদেশ কংগ্রেস৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ইস্তাহার ঘোষণা দিয়ে এমনটাই বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ এডিসি এলাকার স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে আছে৷


তিনি বলেন, পরিষেবা সম্পূর্ণভাবে শূন্যের কোঠায় এসে পৌঁছেছে৷ মহাকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই৷ কংগ্রেস এ ডি সি এলাকায় প্রতিষ্ঠিত হলে চিকিৎসা পরিষেবা আমূল পরিবর্তন আনবে৷ পানীয় জল এবং খাদ্যের অভাব রয়েছে এডিসি এলাকায়৷ পানীয় জল এবং খাদ্যের সুবন্দোবস্ত করবে কংগ্রেস৷ বিদ্যুৎ বিল বকেয়া এবং কৃষি ঋণ মুকুব করে দেবে কংগ্রেস৷ কারণ কংগ্রেস এখন পর্যন্ত যতগুলো রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি রাজ্যে কৃষিঋণ কৃষকদের স্বার্থে মুকুব করেছে সরকার৷ সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কংগ্রেস নেতা মানিক দেব৷

তিনি আরো বলেন, ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য ভাষার প্রকৃতি মর্যাদা দেওয়ার দাবির দীর্ঘদিনের ছিল জনজাতি অংশের মানুষের৷ সে ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি ভাষা প্রকৃতি মর্যাদা দেওয়া হবে এবং ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ করে দেওয়া হবে৷ এবং খুমুলুঙে একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে৷ যাতে ক্রীড়া ক্ষেত্রে পিছিয়ে না থাকে জনজাতি অংশের মানুষ৷ একইভাবে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে ঢালাও হারে প্রতিশ্রুতি দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *