টালিগঞ্জে বাবুল ও সিঙ্গুরে রবীন্দ্রনাথ, পায়েলকে বিজেপি পাঠাল বেহালা পূর্বে

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় চমক দিল বিজেপি। রবিবার পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ভোটের জন্য ২৭ জন প্রার্থী এবং চতুর্থ দফা ভোটের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছে বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ভোটের জন্য ২৭ জন প্রার্থী এবং চতুর্থ দফা ভোটের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হচ্ছে।”

আলিপুরদুয়ার আসনের বিজেপি প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে, ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় এতদিন ডোমজুড় থেকেই লড়ছেন এবং সিঙ্গুর আসনের প্রার্থী করা হয়েছে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। প্রবীর ঘোষালও উত্তারপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে।


বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, হুগলি জেলার তারকেশ্বর আসনের প্রার্থী করা হয়েছে স্বপ্ন দাশগুপ্তকে, দিনহাটার প্রার্থী সাংসদ নিশীথ প্রামানিক, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লড়বেন টালিগঞ্জ বিধানসভা আসনে, টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলার প্রার্থী করা হয়েছে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। বেহালা পূর্বে দাঁড়াতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। কিন্তু বেহালা পূর্বের আসনে শোভনকে প্রার্থী না করে সেই জায়গায় অভিনেত্রী পায়েল সরকারকে দাঁড় করাল বিজেপি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *