মুম্বই, ১৪ মার্চ (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউতের মতে, মুম্বই পুলিশকে বারবার হতাশ করছে কেন্দ্রীয় এজেন্সি। মহারাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে এবং মুম্বই পুলিশ ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে। মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে গাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মুম্বই পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ সচিন ভাজেকে এনআইএ গ্রেফতার করার পর রবিবার এই মন্তব্য করেছেন সঞ্জয় রাউত।
শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেছেন, “আমরা এনআইএ-কে সম্মান করি কিন্তু আমাদের পুলিশও এই কাজ করতেই পারত। মুম্বই পুলিশ এবং এটিএস যথেষ্ট সম্মানিত, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলি বারবার মুম্বইয়ে ঢুকে পড়ছে এবং মুম্বই পুলিশকে হতাশ করছে-রাজ্যে অস্থিরতা তৈরি করছে এবং মুম্বই পুলিশ ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।” ধৃত পুলিশ কর্তা সম্পর্কে রাউত বলেছেন, “আমি মনে করি সচিন ভাজে ভীষণ সৎ এবং দক্ষ অফিসার। জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি সন্দেহজনক মৃত্যুর ঘটনাও ঘটেছে। মুম্বই পুলিশের দায়িত্ব তদন্ত করা, কোনও কেন্দ্রীয় টিমের প্রয়োজন নেই।”