নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ চার মাসের বকেয়া বেতনের টাকা না পাওয়ায় রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে কর্মরত বেসরকারি ডাটা এন্িন্ট অপারেটররা কাজ বন্ধ রাখায় দূর দূরান্ত থেকে আসা রোগী সাধারণ শনিবার চরম দুর্ভোগের সম্মুখীন হন৷রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আউটসোর্সিং এর মাধ্যমে বেসরকারি নিরাপত্তা এবং ডাটা এন্িন্ট অপারেটর নিযুক্ত করা হয়েছে৷
ডাটা এন্িন্ট অপারেটর সহ ৩৬ জন যুবক যুবতী গত চার মাস ধরে তাদের বেতনের টাকা পাচ্ছে না৷ ফলে তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন৷মাসে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ৭ ঘণ্টা কাজ করে চলেছে এসব ডাটা এন্িন্ট অপারেটররা৷ যদিও এত কম বেতন বোকারো তে কোথাও নেই৷ তদুপরি বেকারত্বের চালায় তারা এখানে কাজ করে চলেছে৷ অনেকেই ১০/১২ বছর ধরে কাজ করে চলেছে৷ করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে৷কিন্তু যে কোম্পানির হাত ধরে তারা এখানে কাজে যোগ দিয়েছে সেই কোম্পানি তাদেরকে নিয়মিত বেতনের টাকা মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ৷
চার মাসের বেতনের টাকা তারা পাওনা রয়েছে৷ স্বাভাবিক কারণেই সংসার প্রতিপালন করা তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷কাজ বন্ধ করে দেওয়ার আগে তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে৷ শুক্রবার এর মধ্যেই তাদের বেতনের টাকা একাউন্টে ঢুকে যাবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু অনুযায়ী টাকা না পাওয়ায় বাধ্য হয়েই শনিবার থেকে তারা কর্মবিরতি পালন করে৷ যতক্ষণ পর্যন্ত তারা বকেয়া বেতনের টাকা না পাবে ততক্ষণ তারা কাজ বন্ধ রাখবে বলেও জানিয়েছে৷ডাটা এন্িন্ট অপারেটর কাজ বন্ধ রাখার ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ব্যবস্থাপত্রের টিকিট কাটতে পারেনি৷ তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে৷ তাতে তাদের দুভর্োগ চরম আকার ধারণ করে৷