পুত্রের হাতে পিতা খুন কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ পুত্রের হাতে পিতা খুন৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে৷সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷


এধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে৷ পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্ত গৌড়কে হত্যা করেছে তার গুণধর মাতাল পুত্র রাম সিং গৌড়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ মসলা বাটার পাটা এবং লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে পিতাকে নিঃসংশ ভাবে হত্যা করেছে গুণধর মাতাল পুত্র৷


স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাটি চা বাগান অধ্যুষিত এলাকা৷ পরিবারে বৃদ্ধ পিতা এবং স্ত্রী সহ রামসিং থাকতো৷ তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত৷ উপর্যপরি নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী কিছুদিন আগে বাপের বাড়িতে চলে গেছে৷ বাড়িতে ছিল পিতা পুত্র৷ রামসিং মদ্যপান করে শুক্রবার রাতে বাড়িতে এসে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে৷ এর জের ধরেই মাতাল পুত্র রামসিং তার বাবাকে হত্যা করেছে৷


শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর দাস ও এলাকাবাসী৷ খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে৷ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশীষ দেব কর ঘটনাস্থলে ছুটে আসেন৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত পুত্রকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *