নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি. স.): শনিবার গোটা দেশে ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪ জন স্বাস্থ্যকর্মীকে করোনা প্রতিষেধকের টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে।
এদিন সকালে আনুষ্ঠানিকভাবে গোটা দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে টিকাকরণ সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর অগ্নানি জানিয়েছেন, দেশজুড়ে এদিন টিকাকরণ পরিচালনা করেন ১৬ হাজার ৭৫৫ জন। প্রতিষেধক নেওয়ার পর কারো শরীরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হয়েছিল। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে। ৩৩৫১ সেশন বসিয়ে প্রতিষেধক দেওয়া হয়েছে।