নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.): ভোটে হারার পর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। মঙ্গলবার ভারত বনধ প্রসঙ্গে বিরোধী দলগুলির সমর্থনকে কটাক্ষ করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।
এদিন স্মৃতি ইরানি জানিয়েছেন, অরাজক পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এই আন্দোলনের পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। সংসদের যখন নতুন আইনের জন্য বিল হিসেবে পেশ করা হয়েছিল তখন বিরোধী দলগুলি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং এপিএমসিকে বিলোপ করে দেওয়ার অভিযোগ এনেছিল। কিন্তু সরকার তেমন কিছুই করেনি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেরকম আগে ছিল তেমনি থাকবে। প্রয়োজনে নতুন আইনে সংশোধন করা হবে। বিরোধীরা ক্রোধে উন্মাদ হয়ে গিয়েছে। কৃষি আন্দোলন নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে স্মৃতি ইরানি জানিয়েছেন, সরকার যখন নতুন কোন আইনকে প্রয়োগ করে তখন সেই সংক্রান্ত গেজেট বিবৃতি আগে থেকেই প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল আগে নতুন কৃষি আইনে নিজের সম্মতি জানিয়েছিল। এখন ভিন্ন সুরে কথা বলছেন তিনি।