আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.)৷৷ আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়ায় ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী নতুন যাত্রা শুরু করছে৷ সমন্বয় সম্মেলনে দুই দেশের সীমান্ত রক্ষী পদাধিকারীরা এ-বিষয়েই বিস্তারিত আলোচনা করেছেন৷ আগরতলায় বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলনে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার দিশা খুঁজে বের করা হয়েছে৷ তাতে আগামীদিনে সীমান্ত অপরাধ দমনে সহায়তা মিলবে৷
আগরতলায় বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আইজি সুশান্ত কুমার নাথ এবং বিজিবি-র উত্তরপূর্ব আঞ্চলিক কমান্ডার খন্দকার ফরিদ হাসানের নেতৃত্বে এই সম্মেলন শুরু হয়েছে৷ তাতে দুই দেশের প্রতিনিধিরা বক্তব্য পেশ করেছেন৷
এদিনের সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার অভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ-বিজিবি৷ এক্ষেত্রে বিভিন্ন সমস্যার আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে৷ প্রসঙ্গত, বিগত দিনে বিএসএফ-বিজিবি যৌথভাবে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত এবং নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করছে৷