মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী এবং পটকাবাজি বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযানে নেতৃত্ব দেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷ অভিযানকালে মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ এবং বিকট আওয়াজে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে৷এছাড়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে যারা মাক্স ব্যবহার করছেন না তাদের আর্থিক জরিমানা করা হয়েছে৷ সরকারি নির্দেশ অমান্য করে যাঁরা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছেন এবং বিকট আওয়াজে শব্দবাজি বিক্রির জন্য মজুদ রেখেছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে সদর মহকুমার শাসক অসীম সাহা জানান রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে৷

বাজার নিয়ন্ত্রণ রাখতে এবং বাজারের ব্যবসায়ীরা যাতে সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে চলেন সে উদ্দেশ্যেই এ ধরনের অভিযান বলে তিনি জানিয়েছেন৷সদর মহকুমা শাসক অসীম সাহা আরো জানান প্লাস্টিক ব্যাগ ব্যবহার অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে৷ এ বিষয়ে ব্যবসায়ীসহ সকল স্তরের জনগণকে বারবার সচেতন করা হয়েছে৷কিন্তু তা সত্ত্বেও সরকারের নির্দেশ অমান্য করে ব্যাপক হারে প্লাস্টিকের ব্যবহার অব্যাহত রয়েছে৷ এ ধরনের প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে৷ সে জন্য বাধ্য হয়ে মহকুমা প্রশাসনের তরফ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান চালানো হয়৷ তিনি আরো জানান সামনে আলোর উৎসব দীপাবলি৷দীপাবলি উৎসবে প্রতিবছরই সরকারি নির্দেশিকা অমান্য করে বিকট আওয়াজে পটকা বাজি ফাটানোর প্রবণতা পরিলক্ষিত হয়৷এই প্রবণতা বন্ধ করার লক্ষ্যেই মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন পটকাবাজি বিক্রয় এর দোকান গুলোতে অভিযান চালানো হচ্ছে৷মহকুমা প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের আবারো সতর্ক করে দিয়ে বলা হয়েছে তারা যেন কোনোভাবেই আওয়াজের শব্দবাজি বিক্রি না করেন৷

সরকারি নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷প্রসঙ্গক্রমে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সরকারি কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে মাক্স ব্যবহার করা হচ্ছে না৷ অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না৷ এ ধরনের প্রবণতা এবং অসচেতনতা করুণা ভাইরাস সংক্রমণকে আবারো আমন্ত্রণ জানাতে পারে৷ সে কারণেই এ বিষয়ে সচেতন করতে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷যারা এসব সরকারি নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক৷শুধু মহারাজগঞ্জ বাজারে নয় রাজধানী আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহকুমা শাসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *