নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে শনিবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায়৷ নিষিদ্ধ করা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে৷ মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল শনিবার এই অভিযান চালান৷
অভিযান চালানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা প্রশাসনের আধিকারিক আশিস বিশ্বাস জানান প্লাস্টিকের ক্যারি ব্যাগ বহুদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে৷ মাঝেমধ্যেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান চালানো হয়৷ করা হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে শনিবার অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে যথারীতি বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যাশব্যাক পাওয়া যায়৷
রাজশাহী সহ সকল স্তরের জনগণকে পুনরায় সতর্ক করে দিয়ে বলা হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ কোন ভাবেই ব্যবহার করা যাবে না৷ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার আইনত নিষিদ্ধ৷সরকারি নির্দেশ অমান্য করে কোনো ব্যবসায়ী কিংবা কোন ব্যক্তি প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিংবা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি আর্থিক জরিমানা করা হবে৷এ ধরনের অভিযান রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজার সহ অন্যান্য স্থানে অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷