নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ৭ নভেম্বর৷৷ উদয়পুরের রাজারবাগ মোটরস্ট্যান্ডে রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রের বাণ্ডিল গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে৷
সাংবাদিকদের বিভিন্ন সংগঠন যেমন নিন্দা জানিয়েছে তেমনি শাসক দল বিজেপিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে এই ঘটনার পেছনে গভীড় ষড়যন্ত্র রয়েছে৷ এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে অলিম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি সহ বিভিন্ন সংগঠন৷
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করল অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট৷ এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়৷ অন্যথায় রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এর তরফে৷ এধরনের আক্রমণ রাজ্যে পূর্বে কখনো সংবাদমাধ্যমের উপর আসেনি৷ সেই ঘটনার বিরুদ্ধে আর কে পুর থানায় মামলা করা হলেও দুপুর পর্যন্ত দুষৃকতীকে আটক করেনি পুলিশ৷ শনিবার আগরতলা প্রেসক্লাবে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কতৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা জানান চেয়ারম্যান সুবল কুমার দে৷ তিনি বলেন, এধরনের গুন্ডাবাহিনী গণতন্ত্র রাষ্ট্রে শুভা পায় না৷ তবে রাজ্যের সংবাদমাধ্যম এটা কখনো মেনে নেবে না বলে জানান তিনি৷ রাজ্য সংবাদ মাধ্যম ২৪ ঘন্টা অপেক্ষা করবে৷ ২৪ ঘন্টার মধ্যে যদি প্রশাসন শনিবারের ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী ৯ নভেম্বর অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংবাদপত্রের উপর আক্রমণের প্রতিবাদে কি ধরনের পদক্ষেপ নেবে তার সিদ্ধান্ত হবে৷
এদিকে, প্রতিবাদে গর্জে উঠল ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি৷ ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে ছুটে যায় রাজ্য পুলিশের সদর দপ্তরে৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের অনুপস্থিতিতে ডেপুটেশান প্রদান করা হয় অতিরিক্ত ভারপ্রাপ্ত মহানির্দেশক সৌমিত্র ধরের নিকট৷ দাবি জানানো হয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের৷ ফোরামের তরফে প্রনব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়পুরের ঘটনার তিব্র নিন্দা জানান৷ তিনি বলেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে৷ তিনি আরও জানান এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিসের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে৷ এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ সহসাই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ফোরামের নেতৃত্ব সহ সদস্যরা রাস্তায় নেমে আন্দোলন করবে বলেও জানান তিনি৷ তিনি আরও বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না৷
পরবর্তী সময় ফেরামের এক প্রতিনিধি দল ছুটে যান উদয়পুর ঘটনাস্থলে৷ সেখানে গিয়ে কথা বলেন রাজারবাগ স্ট্যান্ডের কার্যকর্তাদের সাথে৷ ঘটনার বিষয়ে অবগত হন৷ পরে তারা উদয়পুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ও গোমতী জেলার জেলা পুলিশ সুপার লাকি চৌহানের সাথে দেখা করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷
অন্যদিকে, রাজ্যের একটি প্রভাতী দৈনিক পত্রিকা গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া, তা নষ্ট করার অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ পাওয়ার পরেই দলগতভাবে এবিষয়ে খোঁজখবর নেওয়া হয়৷ বিজেপি-র প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা নিজেও এবিষয়ে খোঁজ-খবর নিয়েছেন৷ এই ঘটনার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে৷ এটা সামান্য ঘটনা নয়৷ সাধারণ ঘটনাও নয়৷ এর পেছনে একটা গভীর চক্রান্ত রয়েছে৷ বিশেষ কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কাজগুলি করা হয়েছে৷ এই খবর পাওয়ার পর বিজেপি গোমতী জেলার সভাপতি তিনি এবিষয়ে খোঁজ-খবর নিয়েছেন৷ সংশ্লিষ্ট থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি৷ এলাকার কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছে বিজেপি প্রদেশ কমিটি৷ প্রাপ্ত খবরের ভিত্তিতে সুনিশ্চিত এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে৷ শনিবার বিজেপি প্রদেশ কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বি জে পি র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷ বিজেপি-র পক্ষ থেকে দাবি জানানো হয় এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার৷ পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলেন তিনি৷ গণতান্ত্রিক উপায়ে যেকেউ আন্দোলন করতে পারে৷ কিন্তু এই দিনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না৷ সেজন্যই বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আরক্ষা প্রশাসনের কাছে৷ সুস্থ সমাজ গঠনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷