BRAKING NEWS

মহিলা সংগীত শিল্পী শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনের জামিন মঞ্জুর

আগরতলা, ২৯ অক্টোবর (হি. স.)৷৷ ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি-র ঘটনায় চারজন-কে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু, আজ আদালত তাদের জামিন মঞ্জুর করেছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পীকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত ৪ অভিযুক্ত যুবককে আটক করেছে৷ দশমীর রাতে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় ওই সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল৷ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ আমতলি থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-বি, ৩৪ এবং আইটি এক্ট–র ৬৭ ধারায় মামলা রুজু করেছে৷


এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, অশ্বিনী মার্কেট বিদ্যাসাগর পল্লি এলাকার বাসিন্দা মহিলা সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত একই এলাকার বাসিন্দা সঞ্জিত বর্মণকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল৷ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে অরিজিৎ বিশ্বাস, অসীম মজুমদার এবং উৎপল দে-কে গ্রেফতার করা হয়েছে৷ তারা সকলেই সেদিন ওই সংগীত শিল্পী-কে শ্লীলতাহানির ঘটনায় জড়িত রয়েছেন৷ আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দশমীর রাতে নিশ্চিন্তপুরের কাছাকাছি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল৷ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত করা হচ্ছে৷ কী ঘটেছিল তা তদন্তেই বেরিয়ে আসবে৷


প্রসঙ্গত, রাতের বেলায় এক যুবতী এবং এক যুবককে কয়েকজন যুবক ঘেরাও করে অশালীন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে৷ ভিডিওতে ওই যুবতী তার সাথে যুবককে অপ্রীতিকর পরিস্থিতির জন্য দোষারোপ করতেও শুনা গেছে৷ বেশ কয়েকজন যুবক মিলে রাতের বেলায় এক যুবতী ও তার সঙ্গী যুবককে চরম হেনস্তার ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরায় প্রতিবাদের ঝড় উঠে৷ ওই নির্যাতিতা যুবতী একজন সংগীত শিল্পী বলে পরিচিতি মিলেছে৷ তাঁর বাবাও বিশিষ্ট সংগীত শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন৷ দোষীর গ্রেফতার এবং চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সবাই৷ একাংশ শিল্পীগোষ্ঠী গতকাল পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ওই ঘটনার বিচার চেয়ে ডেপুটেশন প্রদান করেছেন৷ আজ আগরতলায় সিটি সেন্টারের সামনেও ওই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বামপন্থী সংগঠন৷


এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনকেই আদালত জামিন দিয়েছে৷ কারণ, যে ধারায় মামলা রুজু হয়েছে তাতে সাত বছরের কম সাজার বিধান রয়েছে৷ তিনি জানান, আগামী ৯ নভেম্বর ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *