নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ সেপ্ঢেম্বর৷৷ গনমুক্তি পরিষদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে দক্ষিণ জেলার শান্তিরবাজার পতিছড়ী ড্রপগেইট এলাকায়৷ উপজাতি গনমুক্তি পরিষদের শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্দ্যোগে ১১ দফার দাবির ভিত্তিতে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় রবিবার৷
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন গনমুক্তি পরিষদের শান্তিরবাজার মহকুমা সম্পাদক পরিক্ষিৎ মুড়াসিং, গন আন্দোলনের নেতা শ্রীমন্ত দে, অঞ্চল কমিটির সম্পাদক ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ৷ গণমুক্তি পরিষদ কতৃক আয়োজিত আজকের এই মিছিলটি শান্তিরবাজারের মুড়াসিং পাড়া ও উত্তর তাকমা দুই জায়গা থেকে পৃথকভাবে সংগঠিত হয়ে ড্রপগেইট এলাকায় এসে পথ সভায় মিলিত হবার কথা ছিল৷ এরই মধ্যে উত্তর তাকমা থেকে একটি মিছিলের রেলি ড্রপগেইট সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ড্রপগেইট এলাকায় কিছু সংখ্যক বাইক বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে৷
পরবর্তী সময় মুড়াসিং পাড়া থেকে আগত রেলির লোকজন ড্রপগেইট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকলে একত্রিত হয়ে বাইক বাহিনীর উপর পাল্টা আক্রমন শুরু করে৷ এতে করে বাইক বাহিনী বাইক রেখে প্রাণ রক্ষার জন্য পালিয়ে যায়৷ এরই মধ্যে গণমুক্তি পরিষদের কর্মীরা ক্ষুব্ধ হয়ে বাইক বাহিনীর বাইক গুলো ভাংচুর করে৷ পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী৷
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই মিছিল সম্পর্কে পুলিশের প্রতিক্রিয়ায় শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান প্রসাশনিক কোন প্রকার অনুমতি ছাড়াই গণমুক্তি পরিষদের কর্মীরা এই মিছিল সংগঠিত করেছে৷ যার ফলে পরবর্তী সময় তারা কোন প্রকার পথসভার আয়োজন করতে পারেনি৷ আজকের এই মিছিল ও সংঘর্ষকে ঘিরে সমগ্র শান্তিরবাজার এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে৷

