নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ করোনা মোকাবেলায সম্প্রতি রাজ্যে আসে তিন সদস্যক কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ এই প্রতিনিধি দলটি সোমবার ধলাই জেলা পরিদর্শন করে৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্য যথাক্রমে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রকের সিনিয়র রিজিওনাল ডিরেক্টর ডাঃ সত্যজিত সেন, ডাঃ ডেইসি পান্না এবং ডাঃ পি কে ভার্মার সাথে ছিলেন ধলাই জেলা শাসক ময়ূর রতিলাল গোবেকার, ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ চেতন দেববর্মা, জেলা ম্যালেরিয়া আধিকারিক ডাঃ অ্যাপেলো কলই সহ-স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা৷
এদিন ধর্মনগর থেকে সকালে হেলিকপ্ঢারে করে প্রতিনিধি দলটি আমবাসায় আসে৷ প্রতিনিধিদলের সদস্যরা এদিন ধলাই জেলা সদরে অবস্থিত জেলা পলিটেকনিক ইনস্টিটিউট, আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট, আমবাসা বাড়ি এসবি সুকলে থাকা তিনটি কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন৷ পরবর্তী সময়ে ধলাই জেলা হাসপাতাল পরিদর্শণ করেন৷ প্রতিনিধি দলের সদস্যরা আমবাসা পি এইচ সি তে পনেরো শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতাল তৈরি করার বিষয়ে খোঁজ খবর নেন৷
তাছাড়া ধলাই জেলা হাসপাতালের ট্রমা সেন্টারটিকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার অঙ্গ হিসাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে পরিবর্তিত করার বিষয়ে জোর দেন৷ পরবর্তী সময়ে ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ জেলার কোভিড পরিস্থিতি নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় দলের সদস্যরা৷
তাছাড়া কোভিড পরিস্থিতিতে রোগীদের চিকিৎসার জন্য যেন আগরতলা যেতে না হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারেনটেনডেন্ট ডাক্তার সাগর মজুমদার৷এদিন কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জেলায় কোভিড মোকাবিলা আরো জোরদার হবে বলে মনে করছে অভিজ্ঞ মহল৷ ধলাই জেলা সফর শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সড়ক পথে খোয়াই জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়৷