নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ অধিকর্তা সহ চারজন চিকিৎসক এবং দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে ৩৮ জনের আজ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে৷ তারা সকলেই বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন৷ কারণ, ওই দফতরের সহ-অধিকর্তা করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি সম্প্রতি সকলকে নিয়ে বৈঠক করেছেন৷ তাই, ওই ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা বলেন, আজ আমার নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এছাড়াও আরও তিন জন চিকিৎসক, দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে আজ আমরা ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, গত ১৭ অগাস্ট পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের সহ- অধিকর্তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন৷ সম্প্রতি তিনি আমাদের সাথে বৈঠক করেছেন৷ তাই, আজ আমরা নমুনা দিয়েছি৷
প্রসঙ্গত, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এখন ত্রিপুরায় করোনা-র থাবা পড়েছে স্বাস্থ্য দফতরেও৷ দফতরের সহ-অধিকর্তার করোনা আক্রান্তের ঘটনায় সকলেই ভীষণ চিন্তায় পড়েছেন৷ ইতিমধ্যে ওই দফতর স্যানিটাইজ করা হয়েছে৷