নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): ভারতের গোষ্ঠী সংক্রমনের তথ্য ফের অস্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি রাজেশ ভূষণ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্নে দাঁড়িয়ে স্বরাষ্ট্র সচিব আলাপান বন্দ্যপাধ্যায় দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের কিছু কিছু ক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এর আগে কেরল ও গুটি কতক রাজ্য একই দাবি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ ভূষণ জানিয়ে দিয়েছেন ভারতে গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি।তিনি আরো জানিয়েছেন গোটা দেশে ৭৩৯ জেলার মধ্যে কেবলমাত্র ৫০ টি জেলয় দেশের মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশ রয়েছে। এখানে লোকাল ট্রান্সমিশন দেখা গিয়েছে। এর মধ্যেও করোনা আক্রান্তের উৎস ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করা হয়েছে। গোটা দেশে বসবাসকারী ১৩৮ কোটি জনসংখ্যার মধ্যে কেবলমাত্র পঞ্চাশটি জেলায় দেশের আক্রান্তের ৮০ শতাংশ রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ও শহরে করোনা ছড়িয়ে পড়েছে। এটাকে এখনো গোষ্ঠী সংক্রমণ হিসেবে চিহ্নিত করা যাবে না।এই প্রসঙ্গে অযথা বিতর্ক না বাড়িয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে আলোচনা চলতে পারে।
2020-07-30