নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস। এই বিষয়ে সরব হয়েছে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আগামী দিনে যখন ব্যর্থতার কথা আলোচনা হবে তখন করোনা, নোট বন্দি, জিএসটির মত বিষয়গুলি সামনের সারিতে থাকবে বলে দাবি করেছেন তিনি।
সোমবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, করোনা, জিএসটি এবং নোটবন্দির ব্যর্থতা নিয়ে ভবিষ্যতে চর্চা হবে। হার্ভার্ড বিজনেস স্কুল এই তিনটির ব্যর্থতা নিয়ে গবেষণা করা হবে। এর থেকে একটা জিনিস আরো প্রমাণিত হচ্ছে মানুষকে কিভাবে দিনের-পর-দিন ভুল বোঝানো হয়েছিল।টুইটারে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও প্রকাশ্যে আনেন। যেখানে তিনি দাবি করেছেন যে ২১ দিনের মধ্যে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী এও দাবি করেছেন যে বর্তমানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারতের স্থান তিন নম্বরে রয়েছে।
উল্লেখ করা যেতে পারে বিগত কয়েকদিন ধরে গোটা দেশে দৈনিক ২৫ হাজারেরও বেশি মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে। গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল এরপরই রয়েছে ভারতের নাম।

