উহান, ১০ মে (হি.স): এক মাস পর আবারও ফিরে এল সেই অভিশাপ। ৩৭ দিন পর নতুন করে করোনা আক্রান্তের হদিশ চিনের উহান শহরে । আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তাঁর স্ত্রী’ও করোনা আক্রান্ত, তবে তাঁর কোনও উপসর্গ নেই।
গত ৩ এপ্রিল শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে। এরপর থেকে একরকম করোনা মুক্ত হয়ে গিয়েচিল উহান। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল।
মনে করা হচ্ছে পুরনো কমিউনিটি ট্রান্সমিশনের জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। যদিও চিনের ন্যাশনাল ও লোকাল হেলথ কমিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না।
৭৬ দিন লকডাউনের ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এই নিয়ে উহানে শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫০,৩৩৪ জন ।