মোহনপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যে ফের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শনিবার নিজের বাড়ির বাথরুমে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মোহনপুরের উত্তর ছেচুরিয়া গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া বিশ্বাস৷ তার স্বামী সুজিত সরকার৷ এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ মৃতার বাপের বাড়ি নরসিংগড়ে৷


স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক কলহ চলছিল৷ শনিবার সকালে বাথরুমে গৃহবধূ সুপ্রিয়া বিশ্বাসের মৃতদেহ পাওয়া গেছে৷ মৃতার শ্বশুরবাড়ির লোকজনদের দাবি, বাথরুমের দরজা বন্ধ করে সুপ্রিয়া আত্মহত্যা করেছেন৷ কিন্তু মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নরসিংগড়ের সুপ্রিয়ার সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল উত্তর ছেচুরিয়ার সুজিত সরকারের সাথে৷ তাদের একটি শিশুসন্তানও রয়েছে৷ পরিবারে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল৷ এরই জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে মৃতার বাপের লোকজনদের অভিযোগ৷ অপরদিকে এ ধরনের অভিযোগ খারিজ করেছেন মৃতার শ্বশুরবাড়ির লোকজনরা৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ সেখান থেকে সুপ্রিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ মৃতার বাবা জানিয়েছেন, সুপ্রিয়া অসুস্থ, এই খবর জামাতা সুজিত সরকার আজ টেলিফোনে জানিয়েছিল৷ ঘটনার পর সুজিত সরকার পালিয়ে গেছে৷ এর ফলে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ আরও ঘণীভূত হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ময়না তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *