স্বাস্থ্য দপ্তরে আর্থিক অনিয়ম, আধিকারীকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ সুদীপ রায় বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরে টেস্টিং কিট এবং সেনিটাইজার ক্রয়ে আধিকারীকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন৷ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এমন সংস্থাকে বরাত দিয়ে লক্ষ লক্ষ টাকার অনিয়ম হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুদীপবাবু অভিযোগ করেছেন৷ এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷


করোনা মোকাবিলায় গোটা বিশ্বের সাথে সারা দেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে৷ এমনই ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ মহতি কাজকে কলঙ্কিত করেছে বলে মনে করা হচ্ছে৷ তবে, এই অভিযোগের পাল্টা সরকারী বক্তব্য জানা যায়নি৷

দীপ বর্মন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আর্থিক অনিয়ম নিয়ে বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন৷ চিঠি মোতাবেক জানা গিয়েছে, করোনা মোকাবিলায় সেনিটাইজার এবং টেস্টিং কিট সরবরাহ করার জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থার ট্রেড লাইসেন্সের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে৷ তারপরও মায়াঙ্ক টেকনোক্রেসি নামক এই সংস্থাটি সেনিটাইজার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করেছে৷ সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আরও বলেছেন, স্বাস্থ্য দপ্তরের কিছু আধিকারীক কিছু ব্যবসায়ীর সাথে হাত মিলিয়েছে৷

আর্থিক লেনদেনের ভিত্তিতে অধিক মূল্যে সেনিটাইজার ক্রয় করছে ওইসব আধিকারীকরা৷ এছাড়াও আরও কিছু অনিয়মের কথা মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন৷ যেহেতু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্বে রয়েছেন তাই তিনি যাতে এইসব বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এই কঠিন পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্থ আধিকারীকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *