BRAKING NEWS

রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে আজ এক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সোলার স্টাডি লাইট বিতরণ করা হয়৷ উল্লেখ্য, রাজ্যে সিপাহীজলা জেলাতেই প্রথম সুকলে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে সোলার স্টাডি লাইট বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ এই কর্মসূচির উদ্বোধন করেন৷ আগামী দিনে রাজ্যে মোট ৩ লক্ষ ছাত্রছাত্রীকে ধাপে ধাপে পড়াশুনার সুুবিধার্থে এধরণের সোলার স্টাডি লাইট বিরতণ করা হবে৷ বি’ান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এবং ত্রিপুরা রিনিউব্যাল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ও ভারত সরকারের মিনিস্ট্রি অব রিনিউব্যাল এনার্জি’র আর্থিক সহায়তায় এই সোলার স্টাডি লাইট রাজ্যের ৮টি জেলাতে বিতরণ করা হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক সি কে জমাতিয়া, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, টি আর ই ডি এ-র যুগ্ম অধিকর্তা এবং বি’ান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সুকলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন টি আর ই ডি এ-এর ডাইরেক্টর জেনারেল মহনন্দ দেববর্মা৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিশ্রামগ’ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি সুুপ্রীয়া দাস দত্ত৷


অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমানে সারা রাজ্যে ৩ লক্ষ ছাত্রছাত্রীকে সোলার স্টাডি লাইট দেওয়া হবে৷ পরবর্তী সময় আরো ৩ লক্ষ ছাত্রছাত্রীকে এই লাইট দেওয়া হবে৷ ঝড় বৃষ্টির সময় বিদ্যৎ সমস্যায় ছাত্রছাত্রীদের পড়াশুনার যাতে বিঘ না ঘটে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ৷ ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশের ভবিষ্যত৷ তাদের সুুস্থভাবে পড়াশুনার সুুযোগ করে দিতে হবে৷ রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে সুুন্দরভাবে গড়ে তুলতে৷ তিনি বলেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে৷ সারা রাজ্যে গ্রাম ও শহর সুুন্দরভাবে এক সাথে গড়ে উঠুক এটাই আমরা চাই৷ গ্রাম উন্নত না হলে শহর উন্নত করা সম্ভব নয়৷ সরকার প্রতিটি বিদ্যালয়ে আসবাবপত্রের সমস্যা সমাধানে প্রচেষ্টা নিচ্ছে৷ প্রতিটি গ্রামকে প্রগতির পথে চালিত করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে৷ প্রসঙ্গক্রমে তিনি করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে এবং রোগ প্রতিরোধে সচেতন থাকতে অনুরোধ জানান৷

তিনি ছাত্রছাত্রীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং অযথা আতঙ্কিত না হতে পরামর্শ দেন৷ তাছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক সি কে জমাতিয়া, টি আর ই ডি-এর যুগ্ম অধিকর্তা দেববত শুক্ল দাস প্রমুখ৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ ৫১৯ জন ছাত্রছাত্রীর হাতে সোলার লাইট তুলে দেন৷ আজ পুস্কারবাড়ী এস বি, বিশ্রামগ’ দ্বাদশ শ্রেণী এবং চেছরী মাই হাই সুকলের ছাত্রছাত্রীদের হাতে সোলার লাইট তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *