নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল বহুদিন ধরেই। সামিল হয়েছিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা চলল গুলি। সূত্রের খবর, এই ঘটনায় জখম হয়েছেন জামিয়ার এক ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে অভিযুক্ত চেঁচিয়ে উঠেছিল, “ইয়ে লো আজাদি!” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা চলছে জখম পড়ুয়ার। ওই পড়ুয়ার নাম শাদাব আলম।
তিনি জামিয়ার মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র। স্থানীয় সূত্রের খবর, আজ বৃহস্পতিবার মহাত্মা গাঁধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটের দিকে মিছিল করে যাচ্ছিলেন জামিয়ার পড়ুয়া-সহ সাধারণ মানুষ। সেই সময়েই ওই মিছিলে গুলি চালায় অজ্ঞাতপরিচয় এক যুবক। ‘ইয়ে লো আজাদি’ বলেই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে। প্রশ্ন উঠছে, পুলিশি পাহারা এড়িয়ে কীভাবে ওই যুবক পিস্তল নিয়ে গুলি চালাল।