মুজফফরপুর শেল্টার হোম মামলা : দোষীসাব্যস্ত ব্রজেশ ঠাকুর-সহ ১৯ জন

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): মুজফফরপুর শেল্টার হোম মামলার রায়দান করল দিল্লির সাকেত আদালত| বহুচর্চিত বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায় সোমবার দোষীসাব্যস্ত করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও)-র মালিক ব্রজেশ ঠাকুর-সহ ১৯ জনকে| বেকসুর খালাস করা হয়েছে একজনকে| দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব হবে আগামী ২৮ জানুয়ারি|

ব্রজেশ ঠাকুর-সহ ১০ জনকে পকসো এবং গণধর্ষণে দোষীসাব্যস্ত করেছে আদালত| অভিযুক্ত ৯ জন মহিলাকে অপরাধী ষড়যন্ত্রে দোষীসাব্যস্ত করেছে আদালত| অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ কুলশ্রেষ্ঠ যাদের দোষীসাব্যস্ত করেছেন তাদের যাবজ্জীবন সাজা হতে পারে| আদালত জানিয়েছে, শেল্টার হোমের নাবালিকাদের একাধিকবার ধর্ষণ করা হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *