গুরুদাসপুর (পঞ্জাব), ১৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের গুরুদাসপুরে বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোররাতে গুরুদাসপুর সেক্টরের চৌন্ত্রায় বর্ডার আউট পোস্ট থেকে ২২ প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করেছে বিএসএফ। প্রতিটি প্যাকেটের ওজন এক কেজি। এছাড়াও একটি পিস্তল এবং বেশ কয়েকটি গুলিও উদ্ধার করা হয়েছে। যদিও, মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে গুরুদাসপুর সেক্টরের চৌন্ত্রা বর্ডার আউট পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সময় নষ্ট করে গুলি চালান বিএসএফ জওয়ানরা। ভয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায় পাচারকারীরা। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২২ প্যাকেট হেরোইন, একটি পিস্তল, ৯০ রাউন্ড গুলি, ওয়াইফাই কানেক্টর, দু’টি স্মার্টফোনে, একটি সাধারণ ফোন এবং একটি পাইপ। যদিও, মাদক পাচারকারীদের পাকড়াও করতে পারেননি বিএসএফ জওয়ানরা।