নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় রেজিস্ট্রেশন বহির্ভূত ই-রিকশা ৩১ ডিসেম্বরের পর রাস্তায় নামতে পারবে না৷ সাফ জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তাঁর কথায়, ই-রিকশাগুলিকে রেজিস্ট্রেশনে যথেষ্ট সময় দেওয়া হয়েছে৷ ওই সময়ের মধ্যে সকলকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক৷

প্রসঙ্গত, ত্রিপুরায় ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে বিষয়ে আজ পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের পৌরোহিত্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সচিবালয়ে পরিবহণমন্ত্রীর অফিসকক্ষে আয়োজিত এই পর্যালোচনা সভায় রাজ্যের ই-রিকশাগুলি বৈধভাবে রাস্তায় চলাচল করার বিষয়ে ত্রিপুরা সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন পরিবহণমন্ত্রী৷
তিনি বলেন, পরিবহণ দফতর ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করানোর উপর গুরুত্ব দিয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে৷ এই নির্দিষ্ট সময়সীমার পর রাজ্যে আর অবৈধভাবে ই-রিকশা চালানো যাবে না৷ যারা অবৈধভাবে ই-রিকশা চালাবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি যারা অবৈধভাবে ই-রিকশা বিক্রি করেছে বা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও পরিবহণ দফতরের সচিবকে নির্দেশ দেন পরিবহণমন্ত্রী৷
সভায় পরিবহণ দফতরের সচিব জানান, রাজ্যে বর্তমানে মোট ৫,৩৫৭টি ই-রিকশা রয়েছে৷
এর মধ্যে এখন পর্যন্ত মোট ৯৩৬টি ই-রিকশার রেজিস্ট্রেশন করা হয়েছে৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য পরিবহণ দফতরের সচিব ই-রিকশা মালিকগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ আগামী ৩১ ডিসেম্বরের পর যে সব অবৈধ ই-রিকশা রাস্তায় চলাচল করবে সেগুলির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে সভায় পরিবহণ সচিব জানিয়েছেন৷ সভায় পরিবহণ দফতরের প্রধানসচিব এলএইচ ডার্লং, ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত, পুলিশ দফতরের অতিরিক্ত সচিব অনিন্দ্য কুমার ভট্টাচার্য, তথ্য ও সংসৃকতি দফতরের সহ-অধিকর্তা টিংকু বিশ্বাস, চিফ মোটর ভেহিকল ইন্সপেক্টর বিজয় দেববর্মা-সহ পরিবহণ দফতরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

