
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.) : যুবভারতীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে ছিল এটিকে। এবার জয়ের সরণিতে ফিরল এটিকে। শনিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয় পেল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। খেলার ফল এটিকের পক্ষে ৩-০। জোড়া গোল রয় কৃষ্ণের। সুযোগ নষ্ট না করলে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারতেন কোচ হাবাসের ছেলেরা। গত ম্যাচে ইনজুরি টাইমে গোল করে এটিকের ত্রাতা হয়েছিলেন রয় কৃষ্ণ। এদিন তিনি করলেন দুটি গোল।
প্রথমার্ধে গোলের খাতা খোলেন ডেভিড উইলিয়ামস। তারপর গোল করেন কৃষ্ণ। দিন দিন এটিকের ভরসার পাত্র হয়ে উঠছেন কৃষ্ণ। এদিনের তাঁর খেলায় চওড়া হাসি কোচ হাবাসের মুখে। সেইসঙ্গে উচ্ছ্বসিত এটিকে সমর্থকরাও। অন্যদিকে, নর্থইস্ট এদিন ঘরের মাঠে এটিকের ছায়ায় ঢাকা পড়েছিল। ফিনিশিংয়ের অভাব চোখে পড়ল তাদের খেলায়। এই জয়ের ফলে লিগ তালিকায় ফের শীর্ষে উঠে এল এটিকে। আইএসএলের উদ্বোধনী মরশুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন কোচ হাবাস। এই মরশুমে ফের কোচের দায়িত্বে তিনি। দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করবেন তিনি, এই আশায় বুক বাঁধছে কলকাতার সমর্থকরা। এই মরশুমে দলের এখনও পর্যন্ত যা ফর্ম, তাতে সে আশা করা খুব একটা বাড়াবাড়ি হবে বলে মনে হচ্ছে না। এদিনের ম্যাচের পর সেই আশা আরও জোরদার হবে বলাই যায়।