
মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.) : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ২৮ দিন পর বাড়ি ফিরে শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।
এ দিন পর পর একাধিক টুইট করে লতা মঙ্গেশকর নিজের সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা জানান | সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী। এদিন একটি টুইটে তিনি লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরি আমি। তাই হাসপাতালেই থাকতে হয়েছিল।’’
আর একটি টুইটে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘‘মা-বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। সমস্ত শুভান্যুধায়ীদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনাই কাজ দিয়েছে।’’ এদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের কিংবদন্তী সঙ্গীতশিল্পী। প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় গায়িকার আরোগ্য কামনা করেন তাঁর ভক্তরা।