নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ পেঁয়াজের চড়া দাম, রান্নার গ্যাসেও ক্রমাগত মূল্যবৃদ্ধিতে পথে নামল প্রদেশ মহিলা কংগ্রেস৷ বৃহস্পতিবার তাঁরা খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে৷ প্রদেশ মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী দেবযানী লস্করের কথায়, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার৷ তাই, অবিলম্বে ত্রিপুরা সরকারের পদত্যাগ করা উচিত৷
সারা দেশের সাথে রাজ্যেও পেঁয়াজ ও রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে৷ পেঁয়াজ বর্তমানে সবর্োচ্চ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ সারা ত্রিপুরাতেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে৷ রাজ্য সরকার বাজারগুলিতে নজরদারি চালিয়েছে৷ তবে ফড়েদের দাপটে সাধারণ মানুষের কাছে চড়া দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ এদিকে, সারা দেশেই রান্নার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি হচ্ছে৷ ফলে, রাজ্যেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷
আজ আগরতলায়, প্রদেশ মহিলা জেলা কংগ্রেস পেঁয়াজ ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী দেবযানী লস্কর বলেন, টানা চার মাস ধরে রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ এখন পেঁয়াজের দামও সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির গুতোয় এখন হেঁসেল সামলানো দায় হয়েছে৷ তাই, আজ খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, খোলা বাজারে পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে৷ তাঁর অভিযোগ, বাজারে সংকটের পরিস্থিতি তৈরি করে ব্যবসায়ীরা জনগণের পকেট কাটছে৷
এদিন তিনি বলেন, রাজ্য সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ৷ তাই, অবিলম্বে ওই সরকারের পদত্যাগ করা উচিত৷ তাঁর হুঁশিয়ারি, মূল্যবৃদ্ধিতে শীগ্রই লাগাম পড়ানো না হলে সারা রাজ্যে মহিলাদের প্রতিবাদ আছড়ে পরবে৷