নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ধর্মনগর রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাধারণ কামরায় জন্ম নিয়েছে ফুটফুটে এক শিশুকন্যা৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেলওয়ে স্টেশনে দাঁড়াতেই কয়েকজন যাত্রী আরপিএফ জওয়ানদের খবর দেন, জনৈক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন৷ চিকিৎসক আসার আগেই মহিলাটি ট্রেনের কামরায় কন্যাসন্তান প্রসব করেন৷ ওই ট্রেনের যাত্রীরা কন্যা সন্তানের নাম কাঞ্চনমালা রাখার প্রস্তাব রেখেছেন প্রসূতি মায়ের কাছে৷

এ-বিষয়ে আর পি এফ-এর সাব- ইন্সপেক্টর লক্ষণ দেববর্মা বলেন, হাবিলদার প্রণব রায়কে দিয়ে রেলওয়ে হাসপাতালের চিকিৎসক অনুপমা দেববর্মার কাছে খবরটি পাঠানো হয়৷ খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন৷ এসে দেখেন ট্রেনের কামরায় মহিলা যাত্রীটি কন্যাসন্তান প্রসব করেছেন৷ লক্ষণ দেববর্মা জানিয়েছেন, চিকিৎসক মা ও সন্তানের পরীক্ষা করেছেন৷ তারা সুস্থ৷ তবে, তাদের প্রসব পরবর্তী চিকিৎসার জন্য ধর্মনগর রেলওয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক৷ কিন্তু মহিলা ও তার স্বামী রাজি হননি এবং ওই ট্রেনেই তারা মালদার উদ্দেশে রওয়ানা হন৷
আরপিএফ-এর সাব- ইন্সপেক্টর জানান, ১৩১৭৪ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সাধারণ কামরায় চড়ে রাজবাবু ও তার সন্তানসম্ভবা স্ত্রী সুনিতা দেবী মালদা যাচ্ছিলেন৷ ধর্মনগর স্টেশনে সুনীতা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷ তিনি জানান, সদ্যজাত শিশুকে নিয়ে তারা ট্রেনে যাত্রা করছেন৷ তাই, মা ও সন্তানের শারীরিক অবস্থায় যাতে কোনও প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখা হচ্ছে৷ তাঁর দাবি, করিমগঞ্জ ও বদরপুর রেলস্টেশনে মা ও শিশুকে চিকিৎসকরা পরীক্ষা করেছেন৷ তাছাড়া, মালদা পর্যন্ত বিভিন্ন বড় রেল স্টেশনে চিকিৎসকদের প্রস্তুত থাকার জন্য বার্তা পাঠানো হয়েছে৷ এছাড়াও, তাদের খাবার ও ওষুধের বন্দোবস্তও করেছে আরপিএফ, বলেন তিনি৷

