নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করার জন্য রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সিদ্ধান্তের নিন্দায় মুখর হলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। পাশাপাশি রাজ্যপালের নিন্দায় সরব সিপিআই(এম)।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/05/Congress-CPIM.jpg)
মঙ্গলবার ট্যুইট করে রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে গণতন্ত্র এবং সংবিধান নিয়ে উপহাস করেছেন রাজ্যপাল কোশিয়ারি। পাশাপাশি সংবিধান বিরুদ্ধ কাজ করেছেন রাজ্যপাল বলে জানিয়েছেন তিনি। অপর এক ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, ‘কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের আগে জোট হওয়া বিজেপি-শিবসেনাকে ডাকা উচিত ছিল রাজ্যপালের। দ্বিতীয় বৃহত্তম জোট হিসেবে এনসিপি-কংগ্রেসকে ডাকতেই পারতেন তিনি।’
রাজ্যপালের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘মহারাষ্ট্রে মঙ্গলবার রাত ৮টা ৩০মিনিট পর্যন্ত এনসিপি-কে সরকার গড়ার সময় দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁর আগেই তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’ ১৯৯৪ সালের এসআর বোমমাই মামলার প্রসঙ্গ তুলে ধরে বর্ষীয়ান এই বামপন্থী জানিয়েছেন, সরকারের সংখ্যাগরিষ্ঠ প্রমাণের একমাত্র স্থান হচ্ছে সংসদ বা বিধানসভার আস্থাভোট। কিন্তু সেই পদ্ধতির ধারে কাছে না গিয়ে কি করে রাজ্যপাল শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল। তিনি আরও জানিয়েছেন, ‘বিজেপি-কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানকে লঙ্ঘন করে এমন সিদ্ধান্ত নেঅয়া হয়েছে। বলা ভাল সংবিধানকে হত্যা করা হয়েছে।’