মোহন ভাগবত ও উদ্ধবের মধ্যে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি : সঞ্জয় রাউত

মুম্বই, ৭ নভেম্বর (হি.স.): যে কোনও মুহূর্তেই ‘সুখবর’ আসতে পারে| পিছিয়ে এসেছে শরদ পওয়ারের দল এনসিপিও| মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসতে চায় এনসিপি| কিন্তু, এখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় শিবসেনা| বৃহস্পতিবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত ফের জানালেন, ‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবে|’ একইসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরের মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি| শিবসেনার রাজ্যসভার সাংসদের কথায়, ‘মোহন ভাগবত এবং উদ্ধব ঠাকরের মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি|’

মহারাষ্ট্র রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, শিবসেনা বিধায়কদের রিসর্টে পাঠানো হচ্ছে| এই গুঞ্জন প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, ‘এমন কোনও দরকারই নেই, আমাদের বিধায়করা তাঁদের সঙ্কল্পে দৃঢ় এবং দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ| এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে, তাঁদেরই নিজেদের বিধায়কদের নিয়ে চিন্তা করা উচিত|’ এরপরই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সঞ্জয় রাউত বলেছেন, ‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *