নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ টেট-এর প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে আটক করে পরীক্ষার্থীরা গণধলাই দিয়েছেন৷ যুবকটি টাকার বিনিময়ে প্রশ্ণ এনে দিতে পারবে, খবরকে কেন্দ্র করে সারা রাজ্যে তোলপাড় অবস্থা৷ পুলিশ ওই যুবককে আটক করে রাখলেও প্রশ্ণপত্র ফাঁসের কোনও প্রমাণ মিলেনি বলে দাবি করেছেন কমলপুর থানার ওসি৷ এদিকে, টিআরবিটির চেয়ারম্যান ড় অনুপকুমার দত্ত জোর গলায় দাবি করেছেন, টেট-এর প্রশ্ণপত্র ফাঁস করা কোনওভাবেই সম্ভব নয়৷ তাই আগামীকাল যথারীতি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আস্বস্থ করেছেন, টেটের প্রশ্ণপত্র ফাঁস হয়নি৷ নিশ্চিন্তে পরীক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে যান৷

এদিন, ধলাই জেলার কমলপুর মহকুমায় কৃষ্ণচন্দ্র গার্লস সুকল সংলগ্ণ এলাকায় দুপুর বারোটা নাগাদ টেট পরীক্ষার প্রশ্ণপত্র নিয়ে তুলকালামকাণ্ড ঘটে যায়৷ পরীক্ষার্থীদের অভিযোগ, দুই প্রতারক শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিকর্তার নাম ভাঙিয়ে টেট পরীক্ষার প্রশ্ণপত্র দেওয়ার প্রলোভন দেখিয়েছিল৷ দুই লক্ষ টাকা দিলে টেটের প্রশ্ণ মিলবে বলে তারা অফার দিয়েছিল৷ জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, কমলপুর মহকুমায় সঞ্জয় আর্টস সুকলের শিক্ষক সঞ্জয় সিনহা ও ক্রিমসন আর্টস ইনস্টিটিউটের শিক্ষক রাজেশ সূত্রধর টেট-এর প্রশ্ণপত্র টাকার বিনিময়ে বিলি করতে পারবেন বলে দাবি করেছেন৷
তাদের কথাবার্তায় পরীক্ষার্থীদের মনে সন্দেহ জন্মালে আজ দুপুর বারোটা নাগাদ কৃষ্ণচন্দ্র গার্লস সুকলের সামনে সঞ্জয় সিনহাকে ধরে বেধড়ক মারধর করেন পরীক্ষার্থীরা৷ তাকে খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেন পরীক্ষার্থীরা৷ পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে৷ এবিষয়ে কমলপুর থানার ওসি জানিয়েছেন, প্রশ্ণপত্র ফাঁসের কোনও ক্লু পাওয়া যায়নি৷ এমন-কি ধৃত যুবকের কাছে কোনও প্রশ্ণপত্রও উদ্ধার হয়নি৷ কিন্তু টেট পরীক্ষার্থীদের অনুমানের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷
এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে টেট পরীক্ষার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়৷ টেট-এর প্রশ্ণপত্র ফাঁস হয়ে গেছে এই খবরে সারা রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেষ৷ পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রশ্ণও দেখা দিয়েছিল৷ শনিবার আগরতলায় ডিওয়াইএফআই এবং এনএসইউআই এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ ডিওয়াইএফআই টেটের প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগ এনে মিছিল সংগঠিত করেছে৷ এদিকে, এনএসইউআই এর বিক্ষোভ এদিন শিক্ষা ভবনে আছড়ে পড়েছে৷ তাদের আটকাতে পুলিশকে ভিষণ পরিশ্রম করতে হয়েছে৷ এনএসইউআই কর্মীরা শিক্ষা ভবনে ধর্ণা প্রদর্শন করেছে৷
কিন্তু পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছেন টিআরবিটির চেয়ারম্যান ডা. অনুপ কুমার দত্ত৷ আজ তিনি জানিয়েছেন, প্রশ্ণপত্র ফাঁস হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কারণ, টেট-এর প্রশ্ণ খুবই সুরক্ষিতভাবে রাখা হয়েছে৷ উচ্চ নিরাপত্তা ব্যবস্থাভুক্ত ওই প্রশ্ণ ফাঁস করা কোনও ভাবেই সম্ভব নয় বলে দাবি করেন তিনি৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, কমলপুরে টেট পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস হয়েছে বলে কুৎসা ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল৷ রাজ্যের শান্তিপ্রিয় মানুষের মধ্যে গুজব ছড়িয়ে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করাই উদ্দেশ্য ওই অসাধু চক্রের৷ শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এবং বাদল চৌধুরীর আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগের বিষয়কে অন্যদিকে ঘুরিয়ে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে৷ তিনি জোর গলায় বলেন, টেট-এর প্রশ্ণপত্র ফাঁস হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা৷ সাথে তিনি যোগ করেন, ওই ঘটনাকে সামনে রেখে যদি কোনও ধরনের লেনদেন হয়ে থাকে রাজ্য প্রশাসনের উচিত উভয় পক্ষের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা৷ শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, সমস্ত পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিন৷

